হুগলি, ৬ জুলাই:- ডাউন কাঠ গুদাম এক্সপ্রেস থেকে পড়ে গেল এক যুবক। দুপুর সাড়ে বারোটা নাগাত ট্রেনটি হাওড়ার দিকে যাওয়ার সময় ভদ্রেশ্বর প্লাটফর্ম এর কাছে আসতেই বছর ত্রিশের এক যুবক ট্রেন থেকে পড়ে যায়। ঘটনার পর কিছুক্ষন ট্রেন দাঁড়িয়ে থাকে। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
তবে কেউ ঠেলে ফেলে দিল কিনা বা অন্য কোনো ঘটনায় এই ঘটনা ঘটেছে কিনা জানা যায়নি। জি আর পির এস আই জানিয়েছে গুটখা ফেলতে গিয়ে ট্রেন থেকে পড়ে যায় এই যুবক। এর এখনো পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। শেওড়াফুলি জি আর পি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।