এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় পুরপ্রধান বদলের দাবিতে পার্থ চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ কাউন্সিলরদের।

হুগলি, ২৫ জুন:- তৃনমূলের কর্মি সভায় চুঁচুড়ায় এসেছেন পার্থ চট্টোপাধ্যায়, হাতের কাছে দলের মহাসচিবকে পেয়ে তাদের পুরসভার চেয়ারম্যান বদলের দাবী জানালেন কাউন্সিলররা। তৃনমূল হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান করেছিল অমিত রায়কে। যা মেনে নিতে পারেনি দলের প্রায় পঁচিশ জন কাউন্সিলর। দলের নির্দেশ ছিল দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরোধীতা করলে তাকে শাস্তীর মুখে পড়তে হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও অমিত রায়কে চেয়ারম্যান হিসাবে শপথ নিতে দেয় কাউন্সিলররা। দল ঐক্যের বার্তা দিলেও হুগলি চুঁচুড়া পুরসভায় গত চার মাসে সেই ঐক্যের ছবিটা দেখা যায়নি। চেয়ারম্যানের সঙ্গে দূরত্ব রেখে সময়ের অপেক্ষা করতে থাকেন তৃনমূল কাউন্সিলররা। আজ পার্থ চট্টোপাধ্যায়কে পেয়ে সেই অপেক্ষা দূর হয়। সরাসরি চেয়ারম্যান বদলের দাবী জানান কাউন্সিলররা। পার্থ চট্টোপাধ্যায় বলেন,দলের নব নিযুক্ত কাউন্সিলরদের সঙ্গে পরিচয় হল।তাদের কি সুবিধা অসুবিধা শুনলাম।

কাউন্সিলরদের নালিশ প্রসঙ্গে বলেন সংবাদ মাধ্যমে বলার নয়। পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, দল আমাকে চেয়ারম্যান করেছে। যারা কাজ না করে পয়সা নেয় তাদের গায়ে লাগছে। পুরসভার চাকরির ক্ষেত্রে দূর্নীতি আমি সরব হওয়ায় ফিরহাদ হাকিম প্যানেল বাতিল করেন। তাই বর্তমানে যা হচ্ছে কোর্টে আমাদেরও ভৎসনার মুখে পড়তে হত। কারো ক্ষোভ থাকতেই পারে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কাউন্সিলরদের শিখিয়ে পাঠানো হয়েছে বলেন অমিত রায়। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যখন চেয়ারম্যান নিয়ে ক্ষোভ জানিয়ে তাকে বদলের দাবী করছেন কাউন্সিলররা তখন পাশে দাঁড়িয়ে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।চুঁচুড়ার ২৯ জন তৃনমূল কাউন্সিলরের মধ্যে ২৫ জন বিধায়ক অনুগামী বলে পরিচিত।