এই মুহূর্তে জেলা

ত্রিবেণীতে কুম্ভ মেলা শুরু।


হুগলি, ১২ ফেব্রুয়ারি:- সোমবার থেকে শুরু হল ত্রিবেণীতে কুম্ভ মেলা। বিভিন্ন জায়গা থেকে প্রায় তিন শতাধিক সাধু সন্ন্যাসী এখানে উপস্থিত হয়েছেন। ২০২২ থেকে ত্রিবেনীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। এ বছর তৃতীয় বর্ষে পড়েছে এই কুম্ভ মেলা‌। বিগত দু’বছর তিন দিন ধরে এখানে কুম্ভ মেলা হয়েছিল। কিন্তু এবছর পরীক্ষার জন্য সেই কুম্ভ মেলার দিন কমানো হয়েছে। প্রথমে ঠিক ছিল ১১-১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে কুম্ভ মেলা। কিন্তু আজ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তার পরেই আজ থেকে ত্রিবেণীতে শুরু হলো কুম্ভ মেলা। ত্রিবেনীর শিবপুর সংলগ্ন রিফিউজি ক্যাম্পে সাধু সন্ন্যাসীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রায় দেড়শোর উপর হোম কুন্ড তৈরি করা হয়েছে। আজ সকাল থেকে ত্রিবেনীর কুম্ভ মেলায় আসা সাধু সন্ন্যাসীরা যজ্ঞ শুরু করেছে।

এ বছরের এই মেলায় দেড়শো জন নাগা সন্ন্যাসী ও রয়েছে। ত্রিবেণী কুম্ভ পরিচলন সমিতির পক্ষ থেকে কুম্ভতে আসা সাধু সন্ন্যাসীদের জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু কুম্ভে আসা নাগা সন্ন্যাসীরা জানান এখানকার ব্যবস্থা ভালো নয় তাদের জন্য সেভাবে কোন ব্যবস্থাও করা হয়নি। আজ সকাল থেকে ত্রিবেনী সহ আশপাশের এলাকা থেকে মানুষ এই ত্রিবেনীর রিফিউজি ক্যাম্পে ভিড় জমাচ্ছেন সাধুদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। হুগলি জেলা, গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ত্রিবেনীর সপ্ত ঋষি ঘাটে যাওয়ার রাস্তা ব্যারিকেট করে ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মীদের। আগামীকাল ত্রিবেনীর সপ্তঋষি ঘাটে হবে সাধুদের মহাপূর্ণ্য স্নান।