এই মুহূর্তে জেলা

২১ জুলাই প্রস্তুতির কর্মি সভায় পার্থ চট্টোপাধ্যায় বললেন,বেচারাম কি ভেবেছিল ঢোল বাজিয়ে মন্ত্রী হবে।

হুগলি, ২৫ জুন:- দল সরকারে আছে। অনেক আন্দোলন, ঘাত প্রতিঘাত পেরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃনমূল। বর্তমান সময়ে তাতে কিছু বিচ্যুতি দেখা যাচ্ছে বলে মনে করছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, দলে এসেই বলে পঞ্চায়েতে কবে দাঁড়াবো, জন প্রতিনিধি কবে হব, অর্থাৎ আমি জন প্রতিনিধিত্ব হওয়ার লক্ষে দল করছি নিজের জন্য দল করছি মানুষের জন্য দল করছি না। এই পরিবর্তন কিন্তু কাক্ষিত পরিবর্তন নয়। হুগলির মানুষ দেখেছে মশার কামর খেয়ে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বসে ছিল। সেদিন অনেকে ছিল।অনেকে আবার চলেও গেছে। অনেকে সাদা জামা ছেড়ে গেরুয়া জামা পরে মানুষের জন্য একটা কাজ করেছে দেখাতে পারবেন না।

যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে করেছেন। যা কিছু রাজনৈতিক ইতিহাস তৈরী হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই। সরকার এগার বছরের কাজের মধ্যে দিয়ে যে উন্নয়ন করেছে। বেচা কোনোদিন ভেবেছিল ঢোল বাজিয়ে মন্ত্রী হবে। আমি কোনোদিন ভেবেছিলাম আমি মন্ত্রী হব! তবু আমি বিরোধী দলনেতা ছিলাম। ক্যাবিনেট পর্যায়ে মন্ত্রীর মর্যাদা ছিল। কিন্তু কে মানত। কর্মিসভায় এসে পুর মন্ত্রী ফিরাহাদ হাকিম কলকাতার বেসরকারী হাসপাতাল থেকে পরে রুগীর মৃত্যু প্রসঙ্গে বলেন, একজন মানসিক রুগী জানলা দিয়ে লাফিয়ে পরেছে।এটা একটা দূর্ঘটনা এটার সঙ্গে নিরাপত্তার কোনো বিষয় নেই। আর যেটা হয়েছে সেটা বেসরকারী হাসপাতাল কোনো সরকারী হাসপাতালে নয়।যদি জঙ্গীরা গুলি চালায় তখন নিরাপত্তার প্রশ্ন আসে।