এই মুহূর্তে জেলা

কাজ সেরে ফেরার পথে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণীর।


হাওড়া, ১৫ জুন:- বিহারের সমস্তিপুরে বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলেন পরিবারের লোকজন। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার রাতের ঝড়বৃষ্টিতে ডিউটি সেরে ফেরার পথে রাস্তার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন হাওড়ার কেলভিন কোর্ট এলাকার বাসিন্দা এক তরুণী। মঙ্গলবার রাতে প্রবল ঝড়বৃষ্টির মধ্যে হাওড়া পোস্ট অফিসের সামনের রাস্তায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মনীষা সাউ নামের ২৮ বছরের ওই তরুণী। রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মনে করা হচ্ছে বাতিস্তম্ভের লাইটের লাইন খোলা অবস্থায় পড়ে থাকার কারণেই জল বিদ্যুতায়িত হয়েছিল। আর তাতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে পড়ে যান। খবর পেয়ে তাকে পরে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে মৃতার পরিবার ঘটনার সুবিচারের দাবিতে সরব হয়েছেন। এই ঘটনা নিয়ে সরব হয়েছে জেলা বিজেপিও। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে ত্রিফলা লাইটের লাইন খোলা ছিল। হাওড়া পুরসভার এই গাফিলতির জন্যই জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মণীষা মারা যান। মৃতার পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণের দাবি তুলেছে বিজেপি। এখন স্বভাবতই প্রশ্ন উঠেছে এই ঘটনা যদি দিনের বেলা ঘটত তাহলে বহু মানুষের জীবন সংশয় হতে পারত। এদিকে, এই ঘটনায় পুরসভার তরফ থেকে পরিবারের পাশে দাঁড়াবার আশ্বাস দেন পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। ত্রিফলা ইলেকট্রিক পোস্টে কোনও গাফিলতি থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এজেন্সিকে মেইনটেনেন্স এর জন্য দায়িত্ব দেওয়া আছে বলে তিনি দাবি করেন। এই ঘটনায় গাফিলতি পেলে শাস্তির ব্যবস্থা হবে বলেও জানান তিনি।