এই মুহূর্তে জেলা

জলের চাহিদা মেটাতে এবার দুফুরেও জল সরবরাহের পরিমাণ আরও বাড়াতে চলেছে হাওড়া পুরনিগম।

হাওড়া, ১৪ জুন:- হাওড়ায় জলের চাহিদা মেটাতে এবার থেকে দুপুরের টাইমে জল সরবরাহের পরিমাণ আরও বাড়াতে চলেছে হাওড়া পুরনিগম। ইতিমধ্যেই জল বাড়ানোর প্রক্রিয়া শুরুও হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও জল বাড়ানো হবে। মঙ্গলবার দুপুরে হাওড়া পুরনিগাম এলাকার অন্তর্গত পদ্মপুকুর ওয়াটার প্লান্ট পরিদর্শন করে একথা জানান পুর প্রশাসকমন্ডলীর উপ প্রশাসক সৈকত চৌধুরী। তিনি বলেন, আজকে আমরা পদ্মপুকুর ওয়াটার প্লান্ট পরিদর্শন করলাম। আমরা ইতিমধ্যেই দুপুরে যে টাইমে জল সরবরাহ করি অর্থাৎ দুপুর সাড়ে ১২টা থেকে ২টো পর্যন্ত, এই সময়ে জলের পরিমাণ আমরা আরও বাড়াতে পেরেছি এবং আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছি। ০.৫ মিলিয়ন গ্যালন অতিরিক্ত জল আমরা হাওড়া পুরনিগম এলাকায় দুপুরের টাইমে সরবরাহ করছি।

এতে হাওড়া পুরনিগম এলাকার বাসিন্দাদের আর কোনও জলের কষ্ট থাকবে না। এমনিতেই এই মুহূর্তে হাওড়ায় জলের তেমন সমস্যা নেই। তা সত্বেও কোনও এলাকায় যেটুকু সমস্যা আছে তারজন্য দুপুরের দিকে আমরা অতিরিক্ত জল সরবরাহ করছি। এই জলের প্রেশার কতটা রয়েছে সেটা জানার জন্যই আমরা এদিন পদ্মপুকুর প্লান্ট আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেছি। যেহেতু দুপুরের দিকে আমাদের রিজার্ভারগুলো ফিল আপের ব্যাপার থাকে সেহেতু দুপুরের দিকে জলের পরিমাণ কিছুটা কম থাকত। কিন্তু আমরা যেহেতু এখন রিজার্ভারগুলো ফিল আপের ব্যাপারটা আরও বেশি সময় হাতে নিয়ে করতে পারছি এবং অনেক বেশি জল আমরা রিজার্ভারে ফিল আপ করতে পারছি সেই কারণে আমরা দুপুরের দিকে এই অতিরিক্ত জল সরবরাহ করছি এবং আগামী দিনে পর্যাপ্ত পরিমান জল সরবরাহ করলে হাওড়ার মানুষ অনেক বেশি উপকৃত হবেন।