এই মুহূর্তে কলকাতা

বিশ্ববিদ্যালয় ভিজিটর পদে রাজ্যপাল কে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসাতে বিধানসভায় বিল পাশ।


কলকাতা, ১৪ জুন:- সরকারের পূর্ব ঘোষনা অনুযায়ী রাজ্যের ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর পদে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসাতে জন্য মঙ্গলবার রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ হয়েছে। দি অয়েষ্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভার্সিটি ল’জ সংশোধনী বিলের উপরে আলোচনার জবাবী ভাষনে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, পুঞ্চ ও সারকারিয়া কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্যপালকে ভিজিটর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বর্তমান রাজ্যপাল একজন সম্পূর্ন রাজনৈতিক ব্যক্তি।রাজনৈতিক উদ্দ্যেশ্যে তিনি বেসরকারি বিশ্ব বিদ্যালয় গুলিতে হস্তক্ষেপের জন্য কমিটি গড়ার চেষ্টা করছেন। এমন পদক্ষেপ করেছেন যাতে সরকার মামলায় জড়িয়ে পড়ে। ইউজিসির এক্তিয়ারকেও চ্যালেঞ্জ করছেন রাজ্যপাল।এই অবাঞ্ছিত হস্তক্ষেপ আটকাতেই আইন করে তাঁকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত।

বিল নিয়ে আলোচনার মাঝেই বিধানসভা থেকে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। ফলে বিরোধী শূন্য বিধানসভাতেই পাশ হয়ে গেল এই বিল। এইদিন আলোচনার শুরুতে বিলের বিরোধীতা করে বিজেপির শান্তনু প্রামানিক বলেন, এই বিল কার্যকরী হলে শিক্ষাক্ষেত্রে রাজনীতির রঙ লেগে যাবে। শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বিলটি পাশ করানোর আগে তিনি তা সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। আলোচনায় অন্যান্যদের মধ্যে বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা, অম্বিকা রায়, বিশ্বনাথ কারক, তৃনমূল কংগ্রেসের তরুন মাইতি, সমীর জানা অংশ নেন। শিক্ষামন্ত্রীর জবাবী ভাষনের সময় বিলের বিরোধীতা করে বিজেপি পরিষদীয় দল সভা থেকে অয়াক আউট করে। যদিও তখন অধ্যক্ষ বিজেপি বিধায়কদের উদ্দেশে বলেন, ‘আপনারা এইভাবে বেরিয়ে যেতে পারেন না’। তবে তা না শুনেই বেরিয়ে যান তাঁরা।