কলকাতা, ১১ জুন:- সেনাবাহিনীর ছাড়পত্র না মেলায় ব্যাহত হচ্ছে মেট্রো প্রকল্পের কাজ। এব্যাপারে রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর গড়িয়া-বিবাদীবাগ এবং দমদম-এয়ারপোর্ট মেট্রো প্রকল্প নিয়ে বৈঠক বসে নবান্নে। স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা দীর্ঘ বৈঠক করেন আর বি এন এল কর্তৃপক্ষের সঙ্গে। বৈঠকে সেনাবাহিনীর কোনও প্রতিনিধি অবশ্য উপস্থিত ছিলেন না। ধর্মতলার বিধান মার্কেট স্থানান্তর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের কাজ নিয়ে কথা হয়। আর বি এন এল কর্তৃপক্ষ জানায়, সেনাবাহিনীর ছাড়পত্র না মেলায় ভিক্টোরিয়ার সামনে কাজ করতে সমস্যা হচ্ছে।
একই ভাবে সল্টলেকের ৫ নম্বর শিল্প তালুকের একটি জমি নিয়ে জটিলতার কারণে কাজ থমকে আছে। নবান্ন সূত্রের খবর, স্বরাষ্ট্রসচিব দুটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। হাইকোর্টের জট কাটার পর জোকা-বিবাদী বাগ রুটে ময়দান অঞ্চলে সুড়ঙ্গ খোঁড়ার বিষয়ে রেল বিকাশ নিগমকে (RVNL) আগেই ছাড়পত্র দেয় ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে এখনও ছাড়পত্র মেলেনি। এবিষয়ে বৈঠক হলেও সেনাবাহিনীর কেউ উপস্থিত না থাকায় কার্যত সমস্যার কোনও সমাধান হয় না।