এই মুহূর্তে কলকাতা

হিংসাত্মক ঘটনা বন্ধ করতে চরম হুঁশিয়ারি দিয়ে আবারও টুইট মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১১ জুন:- রাজনৈতিক মদতেই গত দুইদিন ধরে হাওড়ায় জাতীয় সড়ক সহ বিভিন্ন জায়গায় জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে যারা দাঙ্গা বাধাতে চাইছে রাজ্য সরকার কোনভাবেই তাদের বরদাস্ত করবে না বলে এদিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন তিনি। হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য, তার জেরে দেশের অনেক এলাকার মতোই গত দু’দিন ধরে অগ্নিগর্ভ পশ্চিমবঙ্গের হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অনুরোধ করে বলেছিলেন হিংসা বন্ধ করতে। কিন্তু সেই বার্তায় কোনও লাভ হয়নি। সাময়িকভাবে কিছুক্ষণ বিক্ষোভ বন্ধ হলেও আবার তা শুরু হয় এবং ভয়াবহ ভাবে। এখনও বিভিন্ন এলাকায় বিরাট অশান্তি হচ্ছে।

তাই আবার টুইট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার চরম হুঁশিয়ারি দিলেন তিনি। গত দু’দিন ধরে বিক্ষোভ-অবরোধ চলছেই হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে। ইতিমধ্যেই নবান্ন থেকে সেই সমস্ত এলাকায় সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে উলুবেড়িয়ায়। গোটা বাংলা জুড়ে অন্তত ৭০ জন গ্রেফতার হয়েছে। তাতেও কিছু ঠেকানো যাচ্ছে না। এই অবস্থায় মমতা এদিন টুইট করে বলেন, ”আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?”