এই মুহূর্তে জেলা

বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ডে’র সংস্কারে অত্যাধুনিক মানের ড্রেজিং মেশিনের সহায়তা নিতে চলেছে পুরসভা।

হাওড়া, ১৯ মে:- হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ডে’র সংস্কারের কাজে অত্যাধুনিক মানের ড্রেজিং মেশিনের সহায়তা নিতে চলেছে পুরনিগম। আগামী তিনদিনের মধ্যেই ওই মেশিন আনা হচ্ছে। বৃহস্পতিবার বেলগাছিয়া ভাগাড়ের অক্সিডেশন পন্ড পরিদর্শন করে একথা জানান পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। এদিন ‘অক্সিডেশন পন্ড’ এর ডিসেলটিং এর কাজ খতিয়ে দেখতে ওই এলাকায় যান ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরীর নেতৃত্বে পুরনিগমের ড্রেনেজ বিভাগের আধিকারিকরা। সৈকতবাবু বলেন, বেলগাছিয়া ভাগাড়ের অক্সিডেশন পন্ড শহরের নিকাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্ষার সময় জমা জলের সমস্যায় পড়তে হয় উত্তর হাওড়া, শিবপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষকে।

তাই বেলগাছিয়ার অক্সিডেশন পন্ডের ডিসেলটিং এর কাজ করে আমরা এবার আগাম প্রস্তুত থাকতে চাইছি। যাতে উত্তর হাওড়ার ১০টি ওয়ার্ডের জমা জল এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকার বৃষ্টির জমা জল অক্সিডেশন পন্ড ধারণ করতে পারে। সেই কারণেই আমরা আগামী প্রস্তুতি নিচ্ছি। এবং এই কাজে আগামী তিনদিনের মধ্যেই অত্যাধুনিক ড্রেজিং মেশিন আনা হচ্ছে। এর মাধ্যমেই সেখানে অক্সিডেশন পন্ডের সংস্কারের কাজ চলবে। যেহেতু দীর্ঘদিন ধরে সেখানে পলি জমে অক্সিডেশন পন্ডের সংস্কারের কাজ হয়নি তাই এবার আমরা আগাম সেই সংস্কারের কাজ করে বর্ষার আগেই এই কাজ শেষ করে ফেলতে চাইছি পুরসভার তরফ থেকে।