এই মুহূর্তে জেলা

হাওড়ায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে।

হাওড়া, ১৯ এপ্রিল:- লিলুয়ার জগদীশপুরে বিজেপির ‘গোষ্ঠীকোন্দল’ প্রকাশ্যে চলে এলো। জানা গেছে, তৃণমূল থেকে দল বদলে বিজেপিতে আসা এক নেতার বাড়ির নিচে দলীয় কার্যালয় উদ্বোধনের পর থেকেই মতানৈক্যের সূত্রপাত। ওই কার্যালয় উদ্বোধন করে যান শ্রীরামপুরের বিজেপি প্রার্থী। এরপর থেকেই মতানৈক্য শুরু হয় দুই গোষ্ঠীর। প্রতিবাদে ধর্নায় বসে যান এলাকার ‘আদি’ নেতা সোমনাথ নস্কর ও তাঁর অনুগামীরা। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ওই এলাকার পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীও হয়েছিলেন সোমনাথ।

বৃহস্পতিবার ওই এলাকা থেকে প্রার্থী প্রচার করে চলে যাওয়ার পরেই সদলবলে ধর্নায় বসে পড়েন বিক্ষুব্ধরা। সূত্রের খবর, বছর কয়েক আগে গোবিন্দ হাজরা তৃণমূল ছেড়ে দল বদলে যোগ দেন বিজেপিতে। তাঁর বাড়ির নিচেই বিজেপির পার্টি অফিস উদ্বোধন হওয়ায় তা মেনে নিতে না পেরেই ধর্নায় বসে পড়েন বিজেপির ‘আদি’ নেতা ও তাঁর অনুগামীরা। তবে, দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখে কুলুপ এঁটেছে দল।