এই মুহূর্তে কলকাতা

আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হল কলকাতায়।

কলকাতা, ১৮ মে:- নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হল কলকাতায়। যাদুঘর দিবসে এবছরের মূল ভাবনা ‘দ্য পাওয়ার অফ মিউজিয়ামস’। প্রতিবছর একটি স্লোগান সামনে রেখে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়- যাতে ছাত্র, শিক্ষক, গবেষক এবং পণ্ডিত ব্যক্তিদের গবেষণার সুযোগ সৃষ্টি হয় এবং বিশ্ব নাগরিকরা জাদুঘর ও তার আপন ঐতিহ্য সম্পর্কে ভাবতে শেখেন। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘পাওয়ার অব মিউজিয়াম’। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস এর আহ্বানে ১৯৭৭ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় আইসিওএম। এর সদস্য হিসেবে বর্তমানে ১০৭ দেশের ২৮ হাজার জাদুঘর যুক্ত রয়েছে।ভারতীয় জাদুঘর ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ শহরের মিউজিয়াম গুলিতে গত সোমবার থেকে এক সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সময় দর্শকরা বিনামূল্যে সেখানে প্রবেশ করতে পারবেন। কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ভারতীয় জাদুঘর, ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এসময় প্রতিদিন এবছরের মূল ভাবনার সঙ্গে সমন্বয় রেখে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।