এই মুহূর্তে জেলা

পিয়ারলেস গোষ্ঠীর প্রয়াত কর্ণধার পদ্মশ্রী সুনীল কান্তি রায়ের দেহ আনা হল বেলুড় মঠে।

হাওড়া, ৯ মে:- রবিবার রাতে বিশিষ্ট শিল্পপতি তথা পিয়ারলেস গোষ্ঠীর কর্ণধার পদ্মশ্রী সুনীল কান্তি রায়ের জীবনাবসান হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন নিজের গোষ্ঠীর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত এস কে রায়ের দেহ সোমবার আনা হয় বেলুড় মঠে। সেখানে মঠের মহারাজরা তাঁকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন। রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ বলেন, প্রয়াত এস কে রায় দেশ এবং রাজ্যের ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রি ছিলেন। তাঁর বিদেহী আত্মা ঠাকুরের সঙ্গে লিন হয়ে যাবে।