এই মুহূর্তে জেলা

রাজ্য ম্যারাথন দৌড়ের সূচনা হাওড়ায়। পায়রা উড়িয়ে সূচনা করলেন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী।


হাওড়া, ৭ মে:- সর্বভারতীয় সম্মেলন উপলক্ষ্যে ডিওয়াইএফআই রাজ্য কমিটির উদ্যোগে ম্যারাথন দৌড় হল হাওড়ায়। শনিবার সকালে পায়রা উড়িয়ে এই ম্যারাথন দৌড়ের সূচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, হাওড়া জেলা সম্পাদক সরোজ দাস, জেলা সভাপতি সুভাষ দে প্রমুখ। আগামী ১২ মে থেকে কলকাতায় শুরু হতে চলেছে ডিওয়াইএফআই এর ১১তম সর্বভাবতীয় সম্মেলন। চলবে ১৫ মে পর্যন্ত। সম্মেলন সফল করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন প্রচার কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে শনিবার মধ্য হাওড়ার কদমতলা থেকে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় রাজ্য কমিটির পক্ষ থেকে।

এতে অংশগ্রহণ করেন শতাধিক যুব কর্মী। ম্যারাথন দৌড় শুরু হয়ে হাওড়া ময়দান, বঙ্কিম সেতু, হাওড়া ব্রিজ হয়ে মৌলালি দীনেশ মজুমদার ভবনের (সংগঠনের রাজ্য দপ্তর) সামনে গিয়ে শেষ হয়। ধ্রুবজ্যোতি সাহা বলেন, সরকার যখন সাংস্কৃতিক, ক্রীড়া মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন, সেই সময়ে দাঁড়িয়ে সেই মঞ্চ যাতে সাধারণ মানুষ, যুবদের মঞ্চ থাকে সেই বার্তা দিতে বা সেই লক্ষ্যে এই ধরনের কর্মসূচি তাঁরা নিয়েছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, এই ম্যারাথন দৌড় আসলে সম্প্রীতির দৌড়। এর মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাইছি।