এই মুহূর্তে জেলা

প্রতিবেশীকে ভয় দেখাতে এলাকায় মাও পোষ্টার, ধৃত রিষড়ার রাজেন।


সুদীপ দাস, ৭ মে:- প্রতিবেশীকে ভয় দেখাতে এলাকায় মাওবাদি পোষ্টার মেরেছিলো রিষড়ার ২২নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজেন আইচ। গত ১৮ই এপ্রিল এবং ৪ঠা মে রিষড়ার ২২নম্বর ওয়ার্ডে দুটি মাও পোষ্টার দেখা যায়। পুলিশ সেই পোষ্টার দুটি উদ্ধার করে তদন্তে নামে। তদন্তে নেমে এলাকারই বছর ৪৭এর ব্যাক্তি রাজেন আইচ ওরফে পটলকে আটক করে পুলিশ। তাঁর হাতের লেখার সাথে পোষ্টারের লেখা মিলে যাওয়ায় পুলিশ রিষড়া থানা স্বতঃপ্রনোদিত মামলা রুজু করে রাজেনকে গ্রেফতার করে।

শুক্রবার তাঁকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত ৩দিনের পুলিশ হেপোাজতের নির্দেশ দেয়। আপাতত প্রতিবেশী একজনকে ফাঁসানোর জন্যই রাজেন এই ছক করেছিল বলে পুলিশের অনুমান। তবে রাজেনের সাথে সত্যিই মাওবাদি যোগাযোগ রয়েছে কিনা সে ব্যাপারেও পুলিশ খতিয়ে দেখছে বলে জানান চন্দননগর পুলিশ কমোশনারেটের কমিশনার অর্ণব ঘোষ।