হাওড়া, ৭ মে:- কলকাতার কাশীপুরে শুক্রবার বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়ার ‘হত্যাকান্ডে’র প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে আগামী দিনে হাওড়ার পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করার হুমকি দিল বিজেপি যুব মোর্চার কর্মীরা। শনিবার বিকেলে ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা হাওড়া শহরের ব্যস্ততম রাস্তা জি টি রোড অবরোধ করে। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেই কারণে এদিন ৫ মিনিটের প্রতীকী পথ অবরোধ করা হয়। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।