এই মুহূর্তে জেলা

রাজ্যে প্রথম হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন পরীযায়ী শ্রমিকদের নতুন জব কার্ড তুলে দেওয়া হল।


হুগলি, ৩ জুন:- রাজ্যে প্রথম হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন পরীযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজের জন্য নতুন জব কার্ড তুলে দেওয়া হল। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিঙ্গুর ব্লকের বাসুবাটি গ্রাম পঞ্চায়েতের ১০০ জন পরীযায়ী শ্রমিকদের হাতে জব কার্ড তুলে দিলেন হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মেহবুব রহমন, হরিপাল বিধায়ক বেচারাম মান্না সহ অতিরিক্ত জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা। জেলাশাসক জানিয়েছেন, এইমুহুর্তে জেলায় 35 হাজার পরীযায়ী শ্রমিক ভীন রাজ্য থেকে এই জেলায় এসেছে। এর মধ্যে 20 হাজার পরীযায়ী শ্রমিক কোয়ারাইটেন সেন্টার থেকে বেড়িয়ে গেছে।

জেলায় এদিন বিভিন্ন ব্লকের 60 টি গ্রাম পঞ্চায়েতের ১০ হাজার জন পরীযায়ী শ্রমিকদের হাতে ১০০ দিনের জব কার্ড তুলে দেওয়া হয়েছে। বাকী যে 15 হাজার পরীযায়ী শ্রমিক কোয়ারাইটেন ও হোম কোয়ারাইটেন সেন্টারে রয়েছে তাদের সময়সীমা শেষ হওয়ার পরই কাজের জন্য জব কার্ড দেওয়া হবে। উদ্দেশ্য ভীন রাজ্য থেকে কাজ হারানো শ্রমিকদের পুনরায় জীবিকা নির্বাহ করার জন্য 100 দিনের কাজের জন্য জব কার্ড দেওয়া। রাজ্য সরকারের উদ্যোগে কাজ হারানো শ্রমিকরা এই জব কার্ড পেয়ে খুশি। বিশেষ করে সোনার কাজে যুক্ত শ্রমীকরা, এই পেশা পরিবর্তন করে নতুনভাবে ১০০ দিনের কাজের পেশায় কীভাবে মানিয়ে নিতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।