এই মুহূর্তে জেলা

চলন্ত বাসে তিন যুবকের অভব্য আচরণ। প্রতিবাদ করায় চালক ও কন্ডাক্টরকে মারধর।


হাওড়া, ৫ মে:- চলন্ত বাসের মধ্যে তিন যুবকের অভব্য আচরণের প্রতিবাদ করায় চালক ও কন্ডাক্টরকে মারধরের ঘটনা ঘটল হাওড়ার বালিতে। শুধু তাই নয়, ওই যুবকরা বাসের স্টিয়ারিং জোর করে ঘুরিয়ে দিয়ে বাসটিকে দুর্ঘটনার কবলে ফেলে পালিয়ে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশের দেওয়ালে ধাক্কা মারে। ঘটনায় প্রাণে বাঁচেন যাত্রীরা। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ হাওড়া থেকে যাত্রী বোঝাই ৫৬ রুটের একটি বেসরকারি বাস বালির দিকে যাওয়ার পথে ডন বস্কো স্টপেজ থেকে ওই যুবকেরা বাসে ওঠে। এবং নিজেদের মধ্যে তারা অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করে। প্রতিবাদ করেন বাসের অন্যান্য যাত্রীরা। কন্ডাক্টর তাদের বাস থেকে নেমে যেতে বলে। এই থেকেই বচসা বাধে। ওই যুবকদের একজন চলন্ত বাসেই ড্রাইভারকে মারধর শুরু করে এবং গাড়ির স্টিয়ারিং জোর করে ঘুরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

আর এতেই বাসটি রাস্তা থেকে এক পাক ঘুরে পাশের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। বাসের যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা এবং বালি ট্রাফিক পুলিশের কর্মীরা দ্রুত সেখানে ছুটে আসেন। যাত্রীদের ড্রাইভারের কেবিনের দরজা দিয়ে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ওই যুবকরা পকেটমার। তারা বদ উদ্দেশ্য নিয়েই বাসে উঠেছিল। কিন্তু কন্ডাক্টর ও ড্রাইভার তার প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে এবং বাসটিকে তারা দুর্ঘটনার কবলে ফেলে। এই ঘটনার পরেই তিন যুবক পালিয়ে যায়। পুলিশ চালক, কন্ডাক্টর এবং বাস যাত্রীদের সাথে কথা বলে। সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবকদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পান সকল যাত্রী।