কলকাতা, ৫ মে:- রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের কিছু রদবদল করা হল। জঙ্গলমহলে নতুন করে মাথাচাড়া দিয়েছে ‘মাওবাদী আতঙ্ক’। মাওবাদীদের নাম করে পোস্টার পড়েছে ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায়। চলতি মাসেই যখন সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী, তখন বদলি করে দেওয়া হল ঝাড়গ্রামের পুলিস সুপারকে বিশ্বজিৎ ঘোষ। নতুন পুলিস সুপার হলেন অরিজিৎ সিনহা। হাঁসখালিকাণ্ডে সময় রানাঘাটের পুলিস সুপার ছিলেন সায়ক দাস।
দিন কয়েক আগে বদলি করা হয়েছে তাঁকে রদবদল ঘটেছে মালদহ ও ডায়মন্ড হারবারের পুলিস সুপার পদেও। নতুন ADG(CID) হলেন আর রাজশেখরন। IG (DEO)-র অতিরিক্ত দায়িত্ব পেলেন ব্যারাকপুরের পুলিস সুপার মনোজ ভার্মা। স্রেফ ADG (STF) নয়, ADG(CID) পদেও ছিলেন জ্ঞানবন্ত সিং। এবার দায়িত্ব কমল তাঁর। এখন শুধুমাত্র ADG (STF) পদে রইলেন জ্ঞানবন্ত। DEO ডিরেক্টর পদ থেকে সরানো হয়েছিল জয়ন্ত বসুকে। ওই পদে এলেন এন আর বাবু।