হুগলি, ৩ মে:- চন্দননগর বারাসাত দশভূজা তলা সাহিত্য মন্দিরের শতবর্ষ পূর্ণ উপলক্ষে প্রথমে জাতীয় এবং গ্রন্থাগারের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে সারা বছরের কর্মসূচির শুভ সূচনা হয়ে গেল। এরপর এক বর্ণাঢ্য প্রভাত ফেরি চন্দননগরের বেশ কিছু অঞ্চল পরিক্রমা করল।
আর এই অনুষ্ঠান সম্পন্ন করতে প্রাকৃতিক দুর্যোগের বাধার সন্মুখীন হতে হয়েছে। বৃষ্টির মধ্যেই দ্রুত গতিতে প্রভাত ফেরি সম্পন্ন করে।উপস্থিত ছিলেন চন্দননগর পৌরনিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর শুভেন্দু মুখার্জি সহ অন্যান্যরা।