হাওড়া, ৩ মে:- সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম লিখেছিলেন, “আগামীকাল খুশির উৎসব, মিলনের উৎসব। কিন্তু আনিস খানের পরিবার এই দিনটি শোকাহত হয়ে কাটাতে বাধ্য হবে। কোন খুশি আনিসের শোকাচ্ছন্ন বাবাকে তাঁর সন্তানকে হারানোর বেদনা থেকে মুক্তি দেবে ? আনিস খান হত্যার ইনসাফ লড়াই করে আদায় করে নেওয়ার শপথ জোরালো করতে আগামীকাল ঈদের সকালে আমি শোকাহত শহীদপরিবারের সঙ্গে থাকব, পাশে থাকব।” এদিন আনিস খানের বাড়িতে আসেন মহঃ সেলিম। সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।