কলকাতা, ১ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আগামী ৫ মে তৃণমূল কংগ্রেসের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক বসছে। রাজ্য কমিটির সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক ওই বৈঠকে হাজির থাকবেন। বেলেঘাটায় তৃণমূলএর অস্থায়ী নতুন দলীয় কার্যালয়ে এই সভা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের আগে তাই সাংগঠনিক ভিত মজবুত করতে জনসংযোগ কর্মসূচির রূপরেখার পাশাপাশি বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।