হাওড়া, ২৮ এপ্রিল:- সদ্য মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু বেলুড় স্টেশন সংলগ্ন এলাকায়। খুব সম্ভবত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে অনুমান রেল পুলিশের। মৃত ছাত্রের নাম উৎকর্ষ মিশ্রা (১৬)। জানা গেছে, বেলুড়ের পালপাড়া, ঘোষপাড়া এলাকার বাসিন্দা উৎকর্ষ বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। তারপরেই বেলুড় স্টেশন সংলগ্ন ১২ নম্বর পুলের কাছে রেললাইনের ধারে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এরপর বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে বেলুড় জিআরপি। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।