কলকাতা, ২৮ এপ্রিল:- রাজ্যপালের অনড় অবস্থানের কারণে বালিগঞ্জের তৃণমূলের বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত। কিভাবে এই সমস্যা মেটানো যায় তার পথ খুঁজছে রাজ্য সরকার এবং পরিষদীয় কর্তৃপক্ষ। এবার এই জটিলতা কাটাতে উদ্যোগী হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এব্যাপারে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন বলে ইঙ্গিত দিয়েছেন অধ্যক্ষ। একই সঙ্গে রাজ্যপালকে ফের একবার রাজধর্ম পালনের ‘পরামর্শ’ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী বাবুল। কিন্তু ১২ দিন কেটে গেলেও বিধায়ক পদে শপথ নেওয়া হয়নি তাঁর। ফলে বিধায়ক হিসেবে নিজের কাজ এখনও শুরু করতে পারেননি এই গায়ক-রাজনীতিক।
জানা গিয়েছে, রাজভবনের আপত্তিতে বাবুলের শপথগ্রহণ আটকে রয়েছে। কারণ, বিধায়কদের শপথগ্রহণের জন্য যে ক্ষমতা রাজ্যপাল বিধানসভার স্পিকারকে দেন, তা পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। উপনির্বাচনে জয়ী কোনও বিধায়ককে শপথগ্রহণ করানোর অনুমতি রাজ্যপালের কাছ থেকেই নিতে হবে। এমনকি, রাজ্যপাল চাইলে বিধায়ককে নিজেই শপথগ্রহণ করাতে পারেন। অথবা শপথগ্রহণ করাতে পারেন রাজ্যপালের মনোনীত কোনও ব্যক্তি। বাবুলের শপথগ্রহণের অনুমতির জন্য রাজভবনে চিঠি পাঠায় পরিষদীয় দফতর। ঠিক হয় সেই অনুমতি পেলে পরিষদীয় দফতর তা বিধানসভার সচিবালয়কে জানাবে। সেই মতো শপথের আয়োজন করবে বিধানসভার সচিবালয়। কিন্তু, রাজ্যের বেশ কিছু বিল ও প্রস্তাবের আলোচনা চেয়ে পাঠিয়েছেন তিনি। বিষয়গুলি জানালে শপথগ্রহণের অনুমতি দেবেন রাজ্যপাল। আর এই প্রশ্নেই ঝুলে বাবুলের শপথ। এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর কাছে আবেদন জানালে তিনি এ ব্যাপারে উদ্যোগী হবেন। বিমানের কথায়, ‘‘বালিগঞ্জের জয়ী বিধায়ক আমার কাছে লিখিত আবেদন জানালে, এ বিষয়ে যা যা করণীয় করব।’’