এই মুহূর্তে কলকাতা

ডুমুরজলা খেল নগরী পরিবর্তে স্টেডিয়াম গড়ার জন্য জমি চাইল সিএবি, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌরভ গাঙ্গুলীর।


কলকাতা, ২৮ এপ্রিল:- ডুমুরজলা খেল নগরির পরিবর্তে স্টেডিয়াম গড়ার জন্য বিকল্প জমি চাইল সিএবি। বৃহস্পতিবার বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় আধঘণ্টা কথা হয় দুজনের মধ্যে। পরে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,’খেলনগরীতে ওরা আর একটা ক্রিকেট স্টেডিয়াম করবে বলে ঠিক করেছিল। আমরা জমি দিয়েছিলাম। কিন্তু ওখানে কিছু সমস্যা রয়েছে। অন্য কোনও বিকল্প জমি দেখা যায় কিনা সে নিয়ে কথা হয়েছে। আমরা দেখে জানাব।” এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু, ও আমার কাছে কাজের জন্য আসেনি। আমরা দু’জনে কিছুক্ষণ গল্প করছিলাম।”

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। গত বছর মহারাজের জন্মদিনে বেহালায় তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মহারাজের মা’কে প্রণামও করেছিলেন মমতা। প্রতিবছরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। সৌরভকে উপহার হিসেবে মিষ্টি ও পুষ্পস্তবক দিয়েছিলেন মমতা। সে’বার দীর্ঘক্ষণ দু’জনের মধ্যে কথা হয়েছিল। গতবারই সম্ভবত প্রথম সৌরভের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। যা নজর কাড়ে রাজনৈতিক মহলে। করোনা আক্রান্ত হয়ে যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৌরভ, সে সময়ও মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজ নিয়েছিলেন বলে জানা গিয়েছিল।