হাওড়া, ২৬ এপ্রিল:- এবার সুবিচার চেয়ে দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে রওনা হলেন বাংলায় ভোট পরবর্তী হিংসার বলি পঁচিশ জনের পরিবার। এদের অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই। অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র।
ভোট পরবর্তী হিংসার বলি প্রায় ২৫ জনের পরিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরতেই রাজধানীর উদ্দেশ্যে মঙ্গলবার রওনা হলেন। সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন হাওড়া স্টেশনের ৯ নম্বর প্লাটফর্ম থেকে রাজধানী এক্সপ্রেস রওনা দেন এই সকল পরিবারগুলি।