কলকাতা, ২৭ এপ্রিল:- তীব্র গরমে রাজ্যের নয় জেলার ৭২টি ব্লকে নেমে যাওয়ায় ওই সব এলাকায় জল সংকট মেটাতে রাজ্য সরকার পানীয় জলের পাউচ বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ওইসব এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। দপ্তরের সাম্প্রতিক সমিক্ষায়, জলস্তর নেমে যাওয়ার নিরিখে পশ্চিমবঙ্গের ৩৪৩টি ব্লকের মধ্যে ৪২টি ব্লকের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে চিহ্নিত করা হয়েছে। আরও ৩০টি ব্লককে ‘অংশত আশঙ্কাজনক’ হিসেবে চিহ্নিত হয়েছে। তালিকায় সবার উপরে মুর্শিদাবাদ। এই জেলার চারটি ব্লককে সবচেয়ে আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও ১৩টি ব্লককে অংশত আশঙ্কাজনকবলে উল্লেখ করা হয়েছে। তারপর থাকা নদীয়ায় আশঙ্কাজনক ব্লক আট ও ‘অংশত আশঙ্কাজনক ব্লক তিনটি। পূর্ব বর্ধমান জেলার পাঁচটি করে ব্লককে আশঙ্কাজনক ও অংশত আশঙ্কাজনক বলা হয়েছে। উত্তর ২৪ পরগনার দু’টি ব্লককে আশঙ্কাজনক ও তিনটি ব্লককে ‘অংশত আশঙ্কাজনক’ বলা হয়েছে। হুগলির আশঙ্কাজনক ব্লকের সংখ্যা ছ’টি ও অংশত আশঙ্কাজনক ব্লকের সংখ্যা তিনটি। এছাড়াও তালিকায় পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হাওড়া, বীরভূমের একাধিক ব্লক রয়েছে যেখানে জলস্তর নেমে গিয়েছে।