এই মুহূর্তে জেলা

রামনবমীর মিছিলে দুষ্কৃতী হামলার আহতদের দেখতে হাওড়ায় বিজেপির প্রতিনিধি দল।

হাওড়া, ১২ এপ্রিল:- বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে দুষ্কৃতী হামলার ঘটনায় আহতদের দেখতে মঙ্গলবার হাওড়ায় আসেন বিজেপির এক প্রতিনিধি দল। গত রবিবার বিশ্ব হিন্দু পরিষদের ডাকা রামনবমীর মিছিল হাওড়ার শিবপুরের ফজির বাজারের কাছে এলে দুষ্কৃতিদের হামলায় আহত হন দেবাশ্রীতা মান্না সহ আরও বেশ কয়েকজন। মঙ্গলবার বিকেলে ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদক বিধায়ক বিমান ঘোষ, রাজ্য নেত্রী অর্চনা মজুমদার, হাওড়া সদর বিজেপির সভাপতি মণিমোহন ভট্টাচার্য দেবাশ্রীতার বাড়িতে এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর খুরুটের পিপলস নার্সিংহোমে চিকিৎসাধীন আরও এক আহত মহিলা অনিতাদেবীকে দেখতে যান। এরপর হাঁসখালিপোলে আরও একজন আহতকে দেখতে যান ওই প্রতিনিধি দল।