এই মুহূর্তে

বকেয়া বেতন না দেওয়ায় একাধিক ছাত্র ছাত্রীদের ক্লাস থেকে বঞ্চিত করার অভিযোগ হিন্দমোটর এডুকেশন সেন্টারের বিরুদ্ধে।


হুগলি, ১২ এপ্রিল:- বকেয়া বেতন না দেওয়ায় একাধিক ছাত্র ছাত্রীদের ক্লাস থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল হিন্দমোটর এডুকেশন সেন্টারের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনার প্রতিবাদ করে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিভাবকদের একাংশ। অভিভাবকদের অভিযোগ সোমবার বিদ্যালয়ে স্বাভাবিক পড়াশুনা শুরু হলেও বেশ কয়েকজন ছাত্র ছাত্রীদের শ্রেণীকক্ষের পরিবর্তে অন্য ঘরে বসিয়ে রাখা হয়। পরিস্থিতির চাপে পড়ে বেশ কয়েকজন অভিভাবক স্কুলের বেতন মেটানোর পর তাদের ক্লাসে পড়ার ছারপত্র দেওয়া হয়।এক অভিভাবক বলেন, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে বিদ্যালয় কর্তৃপক্ষ বেতন তো নিয়েছেই। মার্কসীট ও দেয়নি। যদিও স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের তোলা অভিযোগ অস্বীকার করেছে। স্কুলের অধ্যক্ষা বলেন, ফেব্রুয়ারী মাসেই আমরা এনরোলমেন্ট এর জন্য নোটিশ দিয়ে ছিলাম। কিন্তু কয়েকজন ইচ্ছাকৃত স্কুল কে বদনাম করার জন্য এসমস্ত করছে।