এই মুহূর্তে কলকাতা

দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার প্রেক্ষিতে প্রত্যেক রাজ্যকে সতর্ক করল কেন্দ্র।

কলকাতা, ১২ এপ্রিল:- দেওঘরে সাম্প্রতিক রোপওয়ে দুর্ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার প্রত্যেক রাজ্যকে ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সতর্কতা মূলক ব্যবস্থা নিতে বলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভল্লা আজ রাজ্য গুলিকে চিঠি দিয়ে তাদের এলাকায় থাকা রোপওয়ে প্রকল্পের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে সেফটি অডিট করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি এধরণের ঘটনার মোকাবিলায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির কথাও বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বলেছেন একটি নির্দিষ্ট নিয়ম মেনে নিয়মিত এই প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণ প্রয়োজন। পরিচালনার দ্বায়িত্বে থাকা সংস্থাকে রোপওয়েগুলির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত করার ওপরেও তিনি জোর দিয়েছেন। যাতে ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয়। উল্লেখ্য গত রবিবার ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় তিনজন প্রাণ হারান।