হুগলি, ৭ এপ্রিল:- শ্রমিক অসোন্তোষে সাসপেনশন অফ ওয়ার্কার এর নোটিশ ঝুলে গেল ভদ্রেশ্বর লগন ইঞ্জিনিয়ারিং কারখানায়। কাজ হারালো ৩০০ শ্রমিক। ম্যানেজমেন্টের খাম খেয়ালি পনায় বেশ কিছুদিন ধরে সপ্তাহে সাত দিনের বদলে কখনো ৪ দিন আবার কখনো ৫ দিন কাজ হত।
এছাড়া ম্যানেজমেন্ট কাজের চাপ বাড়িয়ে দিয়েছিল। আজ সকালে শ্রমিকরা কাজে এসে দেখে কারখানা গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছে। এই নোটিশ দেখে শ্রমিকরা ভেঙে পড়ে। তারা জানিয়েছে কারখানা খোলার জন্য মন্ত্রী থেকে সব দপ্তরে জানানো হবে।