সুদীপ দাস, ২ এপ্রিল:- প্রত্যেক শ্রমিকের কাজের দাবীতে দিন কয়েক ধরেই শুরু হয়েছিলো শ্রমিক অসন্তোষ। যার জেরে বন্ধই হয়ে গেলো সেলাই বিভাগ। অবিল্মে সমস্যা মিটলে পুরো মিলই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ঘটনাটি বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলের। শ্রমিকদের অভিযোগ এই মিলে প্রত্যেক শ্রমিককে প্রতিদিন কাজ দেওয়া হচ্ছে না। অথচ হাতেগোনা শ্রমিকদের দিয়ে বেশী কাজ করানো হচ্ছে। তা নিয়েই শুরু হয় শ্রমিক অসন্তোষ। শনিবার সকাল ১১টা নাগাদ মিল কর্তৃপক্ষের সাথে মিলের মোট ৮টি স্বীকৃত ইউনিয়ন আলোচনায় বসে।
কিন্তু টানা কয়েকঘন্টা আলোচনাতেও সমাধান সূত্র বের হয়নি। এরপরই দুপুর থেকে মিলের সেই বিভাগে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। এই বিভাগে প্রায় ৭০০জন কর্মী রয়েছে। মিলের মোট শ্রমিক সংখ্যা ৬হাজারের বেশী। সেলাই বিভাগের কর্মীদের বক্তব্য আগামীকাল থেকে শুরু হচ্ছে রোজা মাস। একমাস পরই ইদ। শ্রমিকদের একটা বড় অংশ মুসলিম সম্প্রদায় ভুক্ত। তাই এই পরিস্থিতিতে সকলের কাজের দাবী জানানো হচ্ছিলো। কিন্তু অভিযোগ কাজ থাকলেও অল্প সংখ্যক শ্রমিকদের দিয়েই তা করিয়ে নিচ্ছিলো কর্তৃপক্ষ। যা মেনে নেয়নি শ্রমিকরা। যার জেরে সেলাই বিভাগে কাজ বন্ধ করে দিলো শ্রমিকরা।