হাওড়া, ৩১ মার্চ:- পেট্রোল, ডিজেল, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। প্রতিবাদে গ্যাস সিলিন্ডার, ওষুধ, পেট্রোল পাম্পে গাঁদার মালা ঝুলিয়ে হাওড়ায় প্রতিবাদ কংগ্রেসের। ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন হলো হাওড়ায়। কোভিড পরিস্থিতির পরে মানুষ যখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে তখনই বড় ধাক্কার মুখে আমজনতা। বিগত কয়েক দিন ধরে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। বর্তমানে যা পেরিয়েছে ১১০ টাকার উপরে। অন্যদিকে, পাল্লা দিয়ে হাজার টাকা ছুঁইছুঁই রান্নার গ্যাসের দাম।
যা নিয়ে নাজেহাল মধ্যবিত্ত বাঙালি। যার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে বাজারে অন্যান্য জিনিসপত্রেও। আর তারই মধ্যে শোনা যাচ্ছে ওষুধের মূল্য বৃদ্ধি পেতে চলেছে ১০% করে। তারই প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এদিন রাজ্যের সাধারণ সম্পাদক সন্দীপ জয়সোয়ালের নেতৃত্বে হাওড়ার বঙ্গবাসীর মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। গ্যাস সিলিন্ডার, ওষুধের বাক্সে মালা ঝুলিয়ে পথে বসে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। একই সঙ্গে স্থানীয় এক পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল দেবার মেশিনে মালা ঝুলিয়ে দেন তারা। সন্দীপ জয়সোয়াল জানান, আজকে কংগ্রেস কর্মীরা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতির পরিবর্তন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। প্রয়োজনে বিজেপির সমস্ত সাংসদ ও বিধায়কদের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন তারা।