স্পোর্টস ডেস্ক , ১১ জুলাই:- প্রথম টেস্টে ঘরের মাঠে ইংল্যান্ড সে ভাবে লড়াই দেখাতে না পারলেও জবাবে বেশ আত্মবিশ্বাসী মেজাজেই পাওয়া গেল ক্যারিবিয়ানদের। ম্যাচের তৃতীয় দিনে ইংরেজদের রানকে টপকে অনেক দূর এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। দুরন্ত ব্যাটিং করলেন ক্যারিবিয়ান তারকা শেন ডোরিচ ও ব্রেথহোয়েট। ব্রেথহোয়েট ৬৫ ও ডোরিচ ৬১ রান করেন। প্রথম ইনিংসে ৩১৮ রানে সমাপ্তি হয় ক্যারিবিয়ানদের। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৫ রান।
উল্লেখ্য এর আগে নিজেদের ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বোলিং এর সামনে কার্যত বেকায়দায় পড়ে ইংরেজরা। বৃষ্টিতে ভেস্তে যায় প্রথম দিনের খেলা। তবে টেস্টের দ্বিতীয় দিনে একের পর এক উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে বেন স্টোকরা। বিধ্বংসী বোলিং প্রদর্শন করেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার ও গ্যাব্রিয়েল। হোল্ডার একাই তুলে নেন ৬টি উইকেট। অন্যদিকে গ্যাব্রিয়েল দখল করেন ৪ উইকেট। মাত্র ২০৪ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস সর্বোচ্চ ৪৩ রান করেন।ওপেনার রয় বার্নস ৩০ রান করেছেন।