এই মুহূর্তে কলকাতা

হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও সচল থাকল অর্থ বিভাগ।

কলকাতা, ৩০ মার্চ:- বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও সচল থাকল অর্থ বিভাগ। অর্থবর্ষ শেষ হওয়ার ঠিক আগের দিনটি বুধবার হওয়ায় জরুরি কাজের জন্য বিভিন্ন সরকারি দফতর ও ট্রেজারি-পে অ্যাকাউন্টস অফিসগুলিতে কিছু কর্মী-আধিকারিককে যেতে হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর জন্য আগেই নির্দেশিকা জারি করেছিল।

প্রশাসনিক সূত্রে খবর, বর্ষ শেষের দিনগুলিতে বিভিন্ন সরকারি অফিসে খরচের বিল পাশ করানোর জন্য বিশেষ তৎপরতা চলে। বিভিন্ন ধরনের বিল পাঠানো ও পাশ করানোর সময়সীমা অর্থ দফতর নির্দিষ্ট করে দেয়। তবু শেষ সময় পর্যন্ত বিল পাঠানো ও পাশ করার প্রক্রিয়া চলে। এই কারণে ছুটির দিনে এই সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের অফিসে যেতে হয়েছে। কোনও কোনও অফিসের কর্মীরা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, ছুটির দিনে কাজ করার বিনিময়ে পরে তাঁদের বিশেষ ছুটি দিতে হবে। এই বিষয়টি সরকার বিবেচনা করে দেখছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।