এই মুহূর্তে জেলা

আস্ত এটিএম মেশিন ঢুকে গেল মাটির নিচে, চাঞ্চল্য কোন্নগরে।

হুগলি,২৩ ডিসেম্বর:- আস্ত একটা এটিম মেশিন ঢুকে গেল মাটির নিচে। আর ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার সাক্ষী রইল হুগলি জেলার কোন্নগর স্টেশন সংলগ্ন নবগ্রাম এলাকার মানুষ। শনিবার দুপুর বেলা একটা নাগাদ এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ঐ ব্যাঙ্কের ম্যানেজার। এদিন দুপুরে ওই এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে গিয়ে গ্রাহকরা দেখতে পান এটিএম মেশিনটি নিচের দিক থেকে মেঝেতে ধস নেবে নিচের দিকে ঢুকে গেছে। আর টাকা ভর্তি এটিএম মেশিনের এই অবস্থা দেখে সাথে সাথে খবর দেওয়া হয় ব্যাংকে।

ছুটে আসেন ব্যাংকের আধিকারিকরা। এলকার বাসিন্দারা জানান পাশেই পুকুর রয়েছে আর এই কাউন্টার নির্মাণের সময় নিশ্চই কিছু সমস্যা ছিল তাই এই ঘটনা ঘটেছে। তবে এর থেকে বড় দুর্ঘটনা আবার সাথে ডাকাতির ঘটনাও ঘটতে পারতো। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পড়ে যেসিপি মেশিনের সাহায্যে ওই এটিএম মেশিন টি মাটির ওপরে তোলা হয়। এবং কাউন্টারটি বন্ধ করে দেন ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক ম্যানেজার সমিত কুমার সাউ বলেন, কিভাবে এই ঘটনা ঘটলো বোঝা যাচ্ছেনা। এই এটিএম কাউন্টার দীর্ঘদিন ধরে এখানে রয়েছে। আজ সকালেই গ্রাহকদের কাছে এই খবর পাই। ব্যাংক মেশিনটি উদ্ধার করেছে। কিভাবে এই ঘটনা ঘটলো খতিয়ে দেখা হচ্ছে।