এই মুহূর্তে জেলা

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ।


আরামবাগ, ৩০ মার্চ:- রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ। বুধবার সকালে আরামবাগ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী আজিজুল হোসেনকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মারধরের ঘটনায় আক্রান্ত নির্দল প্রার্থী আজিজুল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

বর্তমানে তার চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নির্দল প্রার্থী আজিজুল হোসেন বাড়ি থেকে বেরিয়ে যখন বালি খাদানে যায়, সে সময় বেশকিছু তৃণমূল কর্মী লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেছেন নির্দল প্রার্থী। যদিও নির্দল প্রার্থীকে মারধরের ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।