এই মুহূর্তে জেলা

বনধ সফল করতে আরামবাগের রাস্তায় বামপন্থীরা।

আরামবাগ, ২৮ মার্চ:- বনধ সফল করতে আরামবাগের রাস্তায় নামে বামপন্থীরা। এদিন তারা আরামবাগের বাসস্ট্যান্ডে পথঅবোরধ করে। অবরোধের জেরে বহু গাড়ি দাঁড়িয়ে যায়। যানজট সৃষ্টি হয় শহর জুড়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের বামনেতা পুর্নেন্দু চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ তথা বাম নেতা শক্তি মোহন মালিকসহ অন্যান্য বাম নেতৃত্ব। এই বিষয়ে বাম নেতা পুর্নেন্দু চট্টোপাধ্যায় বলেন,

শ্রমিকদের স্বার্থে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা বনধকে সফল করতে আমরা রাস্তায় রয়েছি।সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ব্যাঙ্ক, বীমা,প্রতিরক্ষা কারখানাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে করোপোরেটদের হাতে তুলে দিচ্ছে। এর প্রতিবাদে আমাদের আন্দোলন। অন্যদিকে বাম নেতা শক্তি মোহন মালিক বলেন, কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। তাই শ্রমিক স্বার্থে এই ধর্মঘট সফল করতে হবে।