তরুণ মুখোপাধ্যায় , ২৭ মার্চ:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার সকাল থেকে চুঁচুড়ায় শুরু হয়ে গেল মহিলা ক্রিকেটের আসর। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তত্ত্বাবধানে এবং হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন এর পরিচালনায় এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মোট ছয়টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রবিবার প্রথম দিনে খেলা হচ্ছে হাওড়া এবং চন্দননগরের মধ্যে। এ ব্যাপারে বলতে গিয়ে বিধায়ক অসিত বাবু বলেন আমাদের দেশে মহিলা ক্রিকেটের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। এই মুহূর্তে নিউজিল্যান্ডে বসেছে মহিলা ক্রিকেটের আসর।
সেখানেও আমাদের মহিলারা প্রতিযোগিতায় অংশ নিয়ে লড়াইয়ে নেমেছেন। আমরা চাই মেয়েদের মধ্যে খেলাধুলার আরো প্রসার হোক। গ্রামগঞ্জে যাতে মহিলাদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ যাতে বাড়ে তার জন্য আমাদের সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, যাতে আরো বেশি করে বাংলা থেকে ঝুলন গোস্বামী রিচা ঘোষের মত প্রথিতযশা খেলোয়াড়রা উঠে আসে। এ ব্যাপারে হুগলি ডিসটিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রঞ্জিত ঘোষ জানিয়েছেন সিএবি আমাদের উপর এই টুর্নামেন্টের ভার দেওয়ায় তাতে আমরা অত্যন্ত খুশি এবং এই টুর্নামেন্টে চলাকালীন খেলোয়াড়দের থাকা খাওয়া সহ সমস্ত ব্যবস্থাই আমরা করছি। এদিকে হুগলি জেলায় মহিলা ক্রিকেটের আসর বসাকে কেন্দ্র করে উৎসাহ দেখা দিয়েছে ক্রীড়ামোদীদের মধ্যে। বিশেষ করে মহিলারা এখানে ক্রিকেটের আসর বসায় অত্যন্ত খুশি।