হুগলি, ২৭ মার্চ:- শ্রীরামপুর প্রভাসনগরে দিনের বেলায় বাড়িতে ঢুকে মহিলার গলা কেটে খুনের কিনারা করল পুলিশ। অভিযুক্ত কমল চৌরাশিয়াকে গ্রেফতার করেছে। ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, কমল চৌরাশিয়ার স্ত্রী শশি চৌরাশিয়া রেনু সাউ এর কাছ থেকে সুদে ২০ হাজার টাকা নিয়েছিলেন। সেই টাকা শোধ করা নিয়ে কমলের সঙ্গে রেনুর বচসা হয়।
রেনু টাকার জন্য চাপ দিতে থাকে। ঘটনার দিন শুক্রবার দুপুরে যখন রেনুর স্বামী বাড়িতে ছিলেন না তখন কমল তার বাড়িতে আসে। রেনুর সঙ্গে বচসা হয়। তারপরেই ছুরি দিয়ে গলা কেটে দেয়। পুলিশকে বিভ্রন্ত করতে আলমারি খুলে জিনিসপত্র ছরিয়ে ফেলে। যাতে মনে হয় ডাকাতির উদ্দেশ্যে এই খুন। পুলিশ তদন্তে নেমে মৃতার স্বামী রমেশ সাউ ও এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। জানতে পারে কমল গত কয়েকদিনে বেশ কয়েকবার এসেছে রেনুর সঙ্গে দেখা করতে।সেই সূত্র ধরে কমলকে আটক করে পুলিশ।