এই মুহূর্তে জেলা

বকেয়া মেটাতে ডানলপ গেটে পোস্টারিং কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক সন্তানদের।

সুদীপ দাস, ২৭ মার্চ:- অবিলম্বে বকেয়া মেটাতে ডানলপ গেটে পোস্টারিং কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক সন্তানদের। রবিবার সকালে কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের সন্তানরা জমায়েত হন ডানলপের পূর্ব গেটে। ইতিমধ্যে কোলকাতা হাই কোর্টের নির্দেশে সাহাগঞ্জের বন্ধ ডানলপ কারখানার নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই অবসরপ্রাপ্ত শ্রমিক পরিবারের সন্তানরা রবিবার কারখানার মেন গেটে জমায়েত হয়ে পোস্টারিং করে। তাঁদের মূলতঃ দুটি দাবী।

সেই দাবী প্রসঙ্গে এই কারখানার এক অবসরপ্রাপ্ত শ্রমিকের সন্তান অনির্বান বসু বলেন, নিলামের টাকায় কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের পিএফ, গ্রাচুইটি সহ যাবতীয় বকেয়া মিটিয়ে দিতে হবে। দুই, শিল্পের জমিতে শিল্পই করতে হবে। অন্যদিকে এক অবসরপ্রাপ্ত শ্রমিক প্রানকৃষ্ণ পাল বলেন কারখানার ৪৪৩৫জন অবসরপ্রাপ্ত শ্রমিকের বকেয়া রয়েছে। বর্তমানে তাঁদের করুন অবস্থা। তাই নিলামের টাকায় আগে শ্রমিকদের বকেয়া মেটানো হোক।