আরামবাগ, ২ জানুয়ারি:- রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সুজলপুর সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, আরামবাগ শহরের আইএনটিটিইউসি নেতা শফিকুল আলম থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
এই ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ। এ প্রসঙ্গে আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী বলেন, সাত নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পতাকা ছিল সে গুলোকে বিজেপির ছেলেরা সব পুড়িয়ে দিয়েছে। এরা আগেও তিনবার এরকম করেছে। এখনকার আমাদের যে নেতা মিঠুকে মারধর করা হয়েছে। আমরা প্রশাসনকে বলেছি। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তখন আমরা দলীয় ভাবে সিদ্ধান্ত নেব কি করা যাবে। অন্যদিকে পুড়শুড়া বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষ জানান, তৃণমূল নিজেদের পতাকা নিজেরাই পুড়িয়ে, বিজেপির কার্যকর্তাদের ফাঁসানোর চেষ্টা করছে। সামনে পৌরসভার নির্বাচন আসছে, সেজন্য কিছু কর্মী ও কার্যকর্তাকে কেস খাইয়ে বিজেপির পিছনে লাগার চেষ্টা করছে। এই ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নেই।