হাওড়া, ২৭ মার্চ:- রেলের গোডাউনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। সন্দেহ, জুয়ার ঠেকে কোনও ঝামেলা নিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। এরপর দেহ ঝুলিয়ে দেওয়া হয় গোডাউনের শেডে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাটের কাছে রেলের গোডাউন থেকে রবিবার সকালে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রায় ২৫ ফুট উঁচু শেড থেকে ঝুলছিল দেহ।
পরিবারের সন্ধেহ খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে, রেলের গোডাউনের ভিতরে কিভাবে বাইরের লোক তা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা গেছে, গত কয়েক বছর ধরে স্থানীয় এলাকায় জুয়ার ঠেক চলছিল। সেখানেই ২৮ বছরের পবন সিং ফাইফরমাশ খাটত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিন হাওড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।