এই মুহূর্তে কলকাতা

করোনা নিয়ন্ত্রণে আশায় , মশা বাহিত রোগের গতি আনার উদ্যোগ রাজ্যের।

কলকাতা, ২৭ মার্চ:- করোনা অতিমারীর প্রকোপ নিয়ন্ত্রণে আশায় রাজ্য সরকার মশাবাহিত রোগ প্রতিরোধে গতি আনার উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন পরে চালু হওয়া স্কুল কলেজ ক্যাম্পাসগুলোতে জমা জল এবং আবর্জনা থেকে রোগ জীবাণুবাহি মশার বংশ বিস্তার ঠেকাতে পুরো ও নগরোন্নয়ন দফতর স্কুল শিক্ষা দপ্তরকে ব্যবস্থা নিতে বলেছে। পুর ও নগরোন্নয়ন দফতর স্কুলশিক্ষা দপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকার ফলে বেশ কিছু স্কুলে জমা জল, বন্ধ হয়ে যাওয়া নিকাশি নালা এবং জমে থাকা আবর্জনার স্তূপ রয়েছে। সেগুলি নিয়ে আশু ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রাথমিক তো বটেই, বেশ কিছু মাধ্যমিক স্কুলেও এই অবস্থা রয়েছে বলে তাদের সমীক্ষায় উঠে এসেছে। নগরোন্নয়ন দফতরের চিঠি পাওয়ার পর স্কুল পরিদর্শকদের বিভিন্ন স্কুল চত্বরকে আবর্জনা ও জমা জল থেকে মুক্ত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। জমা জল, আবর্জনা ও বদ্ধ নিকাশি নালা থেকে স্কুলগুলিকে মুক্ত করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিতে স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্কুল প্রাঙ্গণ জীবাণুমুক্ত করার কাজও করতে হবে। বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় চত্বরে মশা দমন অভিযান চালাতে চিঠি দেওয়া হচ্ছে।