হাওড়া, ২৬ মার্চ:- মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় অস্ত্র উদ্ধার অভিযান চলছে। হাওড়া পুলিশ কমিশনারেটের জগাছা, দাসনগর ও শিবপুর থানার পর এবার ব্যাঁটরা থানা এলাকা থেকে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। শনিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিপিন্দর যাদব ওরফে পুতুল (২৫)। ব্যাঁটরার মধুসূদন পালচৌধুরী লেনের বাসিন্দা। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এলাকা থেকে ওই কুখ্যাত দুষ্কৃতিকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। এর আগেও ধৃতের বিরুদ্ধে ডাকাতি, চুরি সহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।