হাওড়া, ২৬ মার্চ:- প্রয়াত নারায়ণ দেবনাথের প্রতি ট্রাফিক পুলিশ বিভাগের শ্রদ্ধা। হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট’রা হাজির হাওড়ার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি’তে। হাওড়া সিটি পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি’তে এবার ট্রাফিক নিয়ম শেখাবে বাঁটুল, হাঁদা-ভোঁদারা। বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা প্রয়াত নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানাতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে হাওড়া সিটি পুলিশ।
দেওয়াল লিখন ও অঙ্কন চিত্রের মাধ্যমে এই উদ্যোগ নিয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ড। হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিমচন্দ্র সরণির দেওয়াল জুড়ে আঁকা ছবিতে এভাবেই শ্রদ্ধা জানানো হয়েছে বাংলা কমিকসের স্রষ্টাকে। দেওয়ালে দেখা যাচ্ছে ট্রাফিক নিয়ম শেখাতে বাঁটুল তার দুই খুদে সঙ্গীকে নিয়ে হাজির হয়েছে। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, করোনা অতিমারীর আবহে প্রবাদপ্রতিম এই শিল্পীর সাধ ছিল করোনা নামক ভয়ানক শত্রুকে ঘায়েল করাবেন বাঁটুলকে দিয়েই। তাঁর সেই স্বপ্নই যেন রূপ পেয়েছে দেওয়াল চিত্রে দেওয়াল লিখনে।