সুদীপ দাস , ২৬ মার্চ:- খবর করার নামে মহিলার কাছ থেকে ৪০হাজারের বেশী টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার করা হলো ভূয়ো রিপোর্টারকে। ঘটনাটি চুঁচুড়া থানা এলাকার। কোলকাতার বরানগর এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। ধৃতের নাম অমিতাভ চক্রবর্তী। অমিতাভ কখনও বরাবগর আবার কখনও হুগলীর উত্তরপাড়ার বাসিন্দা বলে জানায়। বরানগরের এক মহিলার পারিবারিক সমস্যা সমাধানের প্রলোভন দেখিয়ে
কয়েক ধাপে চল্লিশ হাজারের বেশী টাকা নিয়েছে বলে অভিযোগ। অমিতাভ জানায় সে ও তাঁর স্ত্রী আসানসোলের একটি পোর্টালের রিপোর্টার। সেই পোর্টালের একটি কার্ডও পুলিশ উদ্ধার করেছে। বছর ৪৫এর অমিতাভর কথায় অসঙ্গতি থাকায় শুক্রবার দুপুরেই তাঁকে আটক করা হয়। শুক্রবার রাতে বরানগরের মহিলার লিখিত অভিযোগের পরই গ্রেফতার করা হয় অমিতাভকে। শনিবার প্রতারনার মামলায় অমিতাভকে চুঁচুড়া আদালতে তোলা হলে মহামান্য বিচারপতি চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।