এই মুহূর্তে জেলা

গার্ড লাইন বক্স তুলে দেওয়ার প্রতিবাদ। হাওড়া স্টেশনে DRM অফিসের সামনে চলছে ধর্না।

হাওড়া, ২৫ মার্চ:- গার্ড লাইন বক্স তুলে দেওয়ার প্রতিবাদে শুক্রবার হাওড়া স্টেশনে DRM অফিসের সামনে চলছে ধর্না। গার্ড লাইন বক্স তুলে দেওয়ার প্রতিবাদ সহ একাধিক দাবিকে সামনে রেখে এদিন অল ইন্ডিয়া গার্ডস কাউন্সিলের পক্ষ থেকে হাওড়ায় ডিআরএম কার্য্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনের গার্ড বা ট্রেন ম্যানেজাররা এতে সামিল হয়েছেন।