এই মুহূর্তে জেলা

সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে মেট্রো ও লোকাল ট্রেন চালু হলে কোনো আপত্তি নেই – মুখ্যমন্ত্রী।

নবান্ন , ২৬ আগস্ট:- রাজ্যে করোনা সংক্রমণ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আগামী সেপ্টেম্বর মাসেও রাজ্যে বিভিন্ন বিধিনিষেধ বলবৎ থাকবে। তবে যাত্রীদের সুরক্ষার সব রকম ব্যবস্থা করে আগামী মাসের শুরু থেকে ধাপে ধাপে মেট্রো ও লোকাল ট্রেন চলাচল শুরু হলে তাঁর কোন আপত্তি নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ তিনি বলেন, রাজ্য সরকার এব্যাপারে রেলের সঙ্গে কথা বলতে রাজি আছে। পাশাপাশি কোভিড প্রবণ ৫ রাজ্য থেকে সপ্তাহে তিন দিন করে বিমান চলাচল শুরু করার ব্যাপারেও তিনি আজ ছাড়পত্র দিয়েছেন।

তবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে স্কুল কলেজ বন্ধই থাকবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। অন্যদিকে করোনা সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে আগামী মাসেও সাপ্তাহিক সম্পূর্ণ লক ডাউনের প্রক্রিয়াও চালিয়ে যাওয়া হবে । ওই মাসের ৭, ১১ এবং ১২ তারিখে সম্পুর্ন লক ডাউন থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি দিনক্ষণ পরে ঠিক করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য আগামী ১ লা সেপ্টেম্বর থেকে গোটা দেশে আনলক ফোর পর্ব শুরু হচ্ছে। এই পর্বে রেল সহ গণ পরিবহণ আরো কিছুটা স্বাভাবিক করে তোলার ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি আলাপ আলোচনা শুরু করেছে।