এই মুহূর্তে কলকাতা

রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য আবেদন কল্যাণের ৷


কলকাতা , ২৬ নভেম্বর:- তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন রাজ্যপালের সঙ্গে অপরাধীদের সরাসরি যোগাযোগ আছে। তৃণমূল কংগ্রেস সাংসদের অভিযোগ গোবিন্দ আগরওয়াল এবং সুদীপ্ত রায় চৌধুরী নামে গরু পাচারের সঙ্গে যুক্ত দুই অভিযুক্তের হয়ে সওয়াল করছেন রাজ্যপাল৷ তাদের আড়াল করতেই বার বার মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি৷

কল্যাণের দাবি, গোবিন্দ আগরওয়াল এবং নীরজ সিং নামে এক আইআরএস অফিসারের বিরুদ্ধে ইডি প্রথম মামলা দায়ের করে৷ পিএমএলএ অ্যাক্টে অভিযুক্তদের ৩.৮৮ কোটি টাকা বাজেয়াপ্ত করে৷ এর পর ইডি-র থেকে তদন্তের কাগজপত্র সংগ্রহ করে আরও তদন্ত করে কলকাতা পুলিশ৷ ২১ নভেম্বর গোবিন্দ আগরওয়ালকে গ্রেফতার করে কলকাতা পুলিশ৷ অন্যান্য আরও চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের নামও তদন্তে উঠে আসে৷ তিনি বলেন, ইডি তদন্তে উঠে আসে যে এই সুদীপ্ত রায় চৌধুরীর বিরুদ্ধে রোজভ্যালির এক কর্মীর থেকে ২ কোটি টাকা নিয়েছিলেন৷ এই ব্যক্তি মানুষ ও গরু পাচার এবং তোলাবাজির বড়সড় চক্রের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেন কল্যাণ৷